বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ

Thacerআব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ

১১ দফা দাবী আদায়ে দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ অগাস্ট রবিবার স্থানীয় লোকভবনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাসরিন সুলতানা। উক্ত অনুষ্ঠানে সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা শাখার আহবায়ক মো. গোলাম ফারুক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. আবু দাউদ, মো. আব্দুল বাতেন, মো. হারুনুর রশীদ, এম এম সানোয়ার হোসেন। অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলার শিক্ষক মো. নাজমুল হুদার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার সদস্য সচিব মো. আব্দুল লতিফ। এছাড়া আরও বক্তব্য রাখেন সমিতির চিরিরবন্দরের আহবায়ক রুহুল আমিন, নবাবগঞ্জের আহবায়ক আজহারুল ইসলাম, সদস্য সচিব হাছান আলী, বিরলের আহবায়ক জুলফিকার আলী, সদরের ক্যাশিয়ার শাকিলা পারভীন, বিরামপুরের আহবায়ক তৌফিকুল ইসলাম, ফুলবাড়ীর আহবায়ক আপেল মাহমুদ, খানসামার আহবায়ক নেয়ামুল ইসলাম, সদস্য সচিব রমজান আলী স্বাধীন, দিনাজপুর কমিটির উপদেষ্টা ভূপেন কুমার রায়, মোতালেব হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিরলের শিক্ষক মো. জাহিদুল ইসলাম ও গীতা পাঠ করেন ফুলবাড়ীর শিক্ষক যুবরাজ চন্দ্র। অনুষ্ঠানে দিনাজপুর জেলার সকল উপজেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় এক হাজার শিক্ষক অংশ নেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ১১ দফা দাবীগুলোর মধ্যে জাতির ভবিষ্যত গঠনে শিক্ষকদের গুরুত্ব ও মর্যাদা বিবেচনায় নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের চাকুরীর পদমর্যাদা একই শ্রেণিভূক্ত করা, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের মধ্যকার বেতন বৈষম্য দূরীকরনে ২০০৫ সালের নীতিমালা অনুসরণ করে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ১ ধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বেতন স্কেল ও প্রশিক্ষনবিহীন প্রধান শিক্ষকদের ১ ধাপ নিচে প্রশিক্ষণবিহীন সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করা। অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বেতন গ্রেড ১২ এবং প্রশিক্ষণবিহীন সহকারি শিক্ষকদের বেতন গ্রেড ১৩ নির্ধারণ করা অন্যতম।

 

Spread the love