শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস অভিযোগে আটক-১

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে গতকাল বুধবার দিনাজপুরে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হাতে লেখা কপিসহ মাসুদ একাডেমি নামে একটি কোচিং সেন্টারের পরিচালককে  আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

মুল প্রশ্নপত্রের সাথে তার কাছে উদ্ধার করা হাতে লেখা এবং মোবাইলের ম্যাসেজ অপসনে ৮টি প্রশ্নপত্রের ৭টি হুবহুব মিল খুজে পাওয়া গেছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী।

জানা গেছে, ওই কোচিং সেন্টারের মালিকের নাম মাসুদ রানা। সে দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী মহল্লার শেখ আহসান হাবিব এর ছেলে। পরীক্ষা শুরুর ২ ঘন্টা আগে গাউসিয়া গ্যারেজের সংলগ্ন কোচিং সেন্টার মাসুদ একাডেমীতে। এ সময় গণিত পরীক্ষার হাতে লেখা প্রশ্নপত্র উদ্ধার করা হয়। ৮০ শতাংশ নম্বর প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করছিল সে। পরে মূল প্রশ্নপত্রের সাথে মিলিয়ে হাতে লেখা প্রশ্নপত্রের সাথে ৮টির সাথে ৭টির হুবহুব মিল খুজে পায় পুলিশ।

দিনাজপুর সদর থানার ওসি আব্দুল কাদের জিলানী  জানান পিএসসি পরীক্ষায় প্রশ্ন প্রত্র ফাসের অভিযোগে এক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।

Spread the love