শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন

রফিক প্লাবন, দিনাজপুর ॥- দিনাজপুর খেলাধুলায় এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে একথা উল্লেখ্য করে দিনাজপুর জেলা প্রশাসক  মোঃ মাহমুদুল  আলম  বলেছেন, শুধু ক্রিকেটে নয় দিনাজপুর জেলা সকল খেলার একটি উর্বর ভূমি। এখানে সব ধরনের খেলাধুলার চর্চা হয়। পাশাপাশি নিয়মিত ভাবে সকল খেলাধুলার আয়োজন করা হয়। এই ধারাবাহিকতায় ক্রিকেটে দিনাজপুরের খেলোয়াড়রা বাংলাদেশ জয় করেছে। ভবিষ্যতেও সকল খেলায় দিনাজপুর জয়লাভ করবে। তিনি বলেন, জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব বাজেট থাকতে হবে। নিজস্ব অর্থনৈতিক ভিত্তি থাকতে হবে। তাহলে খেলোয়াড়দের সংবর্ধিত করা সহজ হবে। আর খেলোয়াড়রাও উৎসাহিত হবে।

৭ এপ্রিল ২০১৯ রোববার সকাল ৯ টায় দিনাজপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০১৯’ এর উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি ইলিয়াস আলী খান এডিন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।

আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০১৯’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক। উদ্বোধন শেষে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০১৯’ এর সদস্য সচিব মো. আনোয়ারুল ইসলাম সুমী জানান, এই লীগে ক ও খ গ্রুপে মোট ১০ দল অংশগ্রহণ করেছে। উদ্বোধন খেলায় অংশ নেন রেনেসা ক্লাব বনাম প্রযুক্তি অটো।

জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ  জায়েদী পারভেজ অপূর্ব’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সদস্য মো. আনিস হোসেন দুলাল, প্রশান্ত সরকার অরুন, মো. আনোয়ারুল ইসলাম, মিজানুর রহমান পাটোয়ারী বাবুসহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ।

উল্লেখ্য, ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০১৯’ এর (ক) গ্রুপে রয়েছেন ঃ- ক্ষেত্রীপড়া রেনেসা ক্লাব, দিনাজপুর বিকেএসপি, ঈদগাহ স্পোর্টিং ক্লাব, বালুবাড়ী প্রযুক্তি অটো ও বালুবাড়ীস্থ দিনাজপুর ক্রিকেট একাডেমী। (খ) গ্রুপে রয়েছেন ঃ- প্রচেষ্টা ক্রীড়া চক্র, বালুবাড়ী বিসিসি, মিশন রোড স্পোর্টিং ক্লাব, বাহাদুর বাজার বাপ্পি একাদশ ও এবিসি স্পোর্টস কোচিং সেন্টার।

Spread the love