শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ফাইলেরিয়াসিস নির্মূল কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের উদ্বোধন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর পৌর এলাকায় ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে কার্যক্রম সপ্তাহ-২০১৯ পালন করা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দু’জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা হাসিনা বানু, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মাকসুদা পারভীন, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আফজুদা পারভীন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মাহবুব সেলিম, সিনিয়রর শিক্ষক মো. রাজিউদ্দিীন চৌধুরী ডাবলু, পৌরসভার স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. লিয়াকত আলী, সুপারভাইজার মোমরেজ সুলতানা মালা, ঠিকাদানকারী আলেয়া বেগম শিল্পীসহ বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর পৌর এলাকার কেজি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসাসহ ১৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে একযোগে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ব্যবস্থা করবে।

Spread the love