বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ফাল্গুনী গোল্ড ও ডায়মন্ড জুয়েলারী উৎসবের সমাপনী অনুষ্ঠান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্র্টার ॥ সুন্দরের প্রতীক ডায়মন্ড ওর্য়াল্ড আয়োজিত দিনাজপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এম আব্দুর রহিম মিলনায়তনে অনুষ্ঠিত চার দিন ব্যাপী ফাল্গুনী গোল্ড ও ডায়মন্ড জুয়েলারী উৎসবে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে চারদিন ব্যাপী ফাল্গুনী গোল্ড ও ডায়মন্ড জুয়েলারী উৎসবে সম্মানিত ক্রেতা সাধারনের জন্য পুরুষ্কার কুপন দেয়া হয়েছিল। সেখান থেকে ৭জন ভাগ্যবান ব্যক্তিকে লটারীর মাধ্যমে পুরুষ্কার প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ভাগ্যবান ব্যাক্তিদের হাতে পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাল্গুনী গোল্ড ও ডায়মন্ড জুয়েলারী উৎসবের ম্যানেজার অভিজিৎ ভট্টাচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির কর্মকর্তা সমীত দেবনাথ ও সঞ্জয় গোস্বামী। প্রধান অতিথি স্বরূপ বকসী বাচ্চু বলেন দিনাজপুর বাসীর হৃদয়ে জুয়েলারী উৎসব ফ্যাশনের জগতে জাগ্রত হয়ে থাকবে। বর্তমান সোনার বা হিরার বাজারে এক নম্বর জিনিস পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। সেক্ষেত্রে ডায়মন্ড ওয়ার্ল্ড একটি ব্যাতিক্রমধর্মী প্রতিষ্ঠান। যার প্রতিটি পণ্যে গ্যারান্টি রয়েছে। এধরনের উৎসব প্রতি বছর দিনাজপুরে হলে দিনাজপুর বাসী এক নম্বর অলংকার পাবে।

Spread the love