বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে ১৪৫বোতল ফেন্সিডিলসহ মোঃ আবু মুসা শুভ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন কাশিপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে দিনাজপুর টু ঢাকাগামী শ্যামলী পরিবহন যাত্রীবাহী গাড়ীর একজন সন্দেহভাজন যাত্রীর বস্তা তল্লাশী করে ১৪৫ (একশত পঁয়তাল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল পাওয়া যায়। এ সময় ঐ বস্তাসহ আসামী মোঃ আবু মুসা শুভ (৩৫), পিতা-মৃত আব্দুল কাদের, সাং-মেরাদিয়া (ভূইয়াপাড়া), খিলগাঁও, ডিএমপি, ঢাকা’কে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত। উক্ত আসামী ঢাকার স্থায়ী বাসিন্দা হলেও দিনাজপুর নিয়মিত যাতায়াত করত এবং অবৈধ ফেন্সিডিল দিনাজপুর সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। র‌্যাব বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।

Spread the love