বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ফ্রাইডে নাইট পুল এন্ড ব্লিয়ার্ড সেন্টার’র উদ্বোধন অনুষ্ঠানে -হুইপ ইকবালুর রহিম

Iqbalদিনাজপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও ফ্রাইডে নাইট পুল এন্ড ব্লিয়ার্ড সেন্টার’র প্রধান উপদেষ্ঠা ইকবালুর রহিম এমপি বলেছেন, খেলাধুলার ক্ষেত্রে দিনাজপুর এখন অনেক এগিয়ে। প্রত্যেকটি আইটেমে এখন দিনাজপুরের খেলোয়াড়রা অনুশীলন করার সুযোগ পাচ্ছে। সর্বশেষ ফ্রাইডে ক্লাব পুল ও ব্লিয়ার্ড নামে দুটি খেলা সংযোজন করে দিনাজপুরকে সারাদেশে আরও ক্রীড়াপাগল জেলা হিসেবে পরিচিতি বাড়িয়ে দিলো। দিনাজপুরের খেলাধুলায় উন্নয়নের দিক তুলে ধরে তিনি আরও বলেন, ইতিমধ্যেই জেলা শহরে ৬০ লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে স্পোর্টস ভিলেজ নির্মান করা হয়েছে। ৫ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে দিনাজপুর স্টেডিয়ামকে আরও সৌন্দর্য্য বর্ধন করার প্রক্রিয়া প্রায় শেষ বলে তিনি জানান। হুইপ মহোদয় বলেন, খেলাধুলায় যত বেশী হবে মনযোগী হবে সন্তানেরা, মাদকের হাত থেকে ততবেশী রেহাই পাবে তারা। এ ব্যাপারে সন্তানদের ছোটবেলা থেকেই ক্রীড়াচর্চায় মনোযোগী করে তুলতে অভিভাবকদের প্রতি আহবান জানান। বক্তব্য শেষে তিনি ফ্রাইডে নাইট পুল এন্ড ব্লিয়ার্ড সেন্টার’র শুভ উদ্বোধন ঘোষনা করেন।

১৫ ফেব্রুয়ারী শনিবার রাতে দিনাজপুর শহরের শেরশাহ্ মোড়স্থ ফ্রাইডে নাইট পুল এন্ড ব্লিয়ার্ড সেন্টার’র নিজস্ব ভবনে শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. শফিউল ইসলাম পলাশ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান, শহর আওয়ামীলীগের সভাপতি ও চেম্বার’র সহ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, কোতয়ালী আওয়ামীলীগের সা. সম্পাদক বিশ্বজিত ঘোষ কাঞ্চন, পৌর কাউন্সিলর ফয়সল হাবিব সুমন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্লাবের ফলক উন্মোচন ও ব্লিয়ার্ড বোর্ড খেলে উদ্বোধন করেন।

Spread the love