বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ফ্রিল্যান্সার বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ITCমোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুর জেলার ফ্রিল্যান্সার এবং আইসিটি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জেলার ফ্রিল্যান্সার এবং আইসিটি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোঃ শামসুদ্দীন, মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র’র (এমবিএসকে) নির্বাহী প্রধান রাজিয়া হোসেন, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখার ম্যানেজার মোঃ তৌমুর হোসাইন, দিনাজপুর ফ্রিল্যান্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আল মামুন। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, দিনাজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী, দিনাজপুর ফ্রিল্যান্স এসোসিয়েশনের উপদেষ্টা ও আইডিইবি জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি মোঃ বেলাল সরকার, যুগ্ম সম্পাদক মোঃ মাসুদ, অর্থ সম্পাদক নাহিদা পারভীন, সাংগঠনিক সম্পাদক সবুজ সিওটোনিয়াস বিশ্বাস, দিনাজপুর আইটি ক্লাবের পরিচালক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আফসানা ইয়াসমিন, প্রাইম ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখার ম্যানেজার শাকিল আহম্মেদ খান, আইসিটি ক্লাবের মকিদ হায়দার শিপন। উক্ত মত বিনিময় সভায় দিনাজপুরের ১৩টি উপজেলার ফ্রিল্যান্সার, আইসিটি কার্যক্রমের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দিনাজপুর জেলায় ফ্রিল্যান্সার এবং আইসিটির উন্নয়নকে তরান্বিত ও এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

 

 

 

Spread the love