শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ফ্রি নাক কান গলা ও চক্ষু স্বাস্থ্য ক্যাম্প

জিন্নাত হোসেন ॥ দিনাজপুরের বিরল উপজেলাধীন ২ নং ফরক্কাবাদ ইউনিয়নে পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পল্লীশ্রীর আর্থিক সহযোগিতায় নাক কান গলা ও চক্ষু ফ্রি মেডিসিন স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

১০ ডিসেম্বর সোমবার দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা মহেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পল্লীশ্রী  সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। উক্ত স্বাস্থ্য ক্যাম্পে রোগীদের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন দিনাজপুর সদর হাসপাতালের নাক কান গলা  বিশেষজ্ঞ ডাঃ জনাব শীতল চন্দ্র পাহান এবং দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ জনাব মোল্লা জালাল হোসেন। স্বাস্থ্য ক্যাম্পে প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।স্বাস্থ্য ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর কর্মসূচী সমন্বয়কারী মাহফুজা নাজনীনসহ সকল কর্মকর্তাবৃন্দ।

Spread the love