শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন

রফিক প্লাবন, দিনাজপুর ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় দিনাজপুরে ‘বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০’ এর উদ্বোধন করা হয়েছে। এতে অংশগ্রহণ করেছে ১২টি স্কুলের শিক্ষার্থীরা।

১০ ফেব্রুয়ারী ২০২০ সোমবার সকাল ৯টায় দিনাজপুর বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

জেলা প্রশাসক বলেন, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহান নেতার জন্মশত সারা বিশ্বে পালন করা হবে। পৃথিবীতে এ ঘটনা বিরল। তাঁর জন্মশত বর্ষ উপলক্ষ্যে ক্রীড়া পরিষদ সকল কার্যক্রম বঙ্গবন্ধু’র নামে উৎসর্গ করেছেন। তিনি বলেন, অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অনুর্ধ্ব-১৯ এ বিশ্বজয় করেছে বাংলাদেশের যুবারা। এমন একদিন আসবে দিনাজপুরের ছেলে-মেয়েরা বিশ্বজয় করবে। 

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেড এর দিনাজপুর শাখা ব্যবস্থাপক পীযুষ কুমার রায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আজিজুর রহমান, মো. মতিউর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, মো. আনোয়ারুল ইসলাম, আসলামুর রহমান মাহবুবসহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রাইম ব্যাংক লিমিটেড এর অন্যান্য কর্তকর্তাবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ প্রমুখ।

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম সুমি জানান, দিনাজপুরে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০’ ক, খ, গ ও ঘ চারটি গ্রুপে মোট ১২টি স্কুলের পিএসসি ও জেএসসি পড়–য়া শিক্ষার্থীরা অংশগ্রহন করেছে। প্রতিযোগিতায় প্রতিদিন ৫০ ওভারের একটি করে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় অংশ নেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ বনাম সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল। খেলায় আম্প্যায়ারের দায়িত্ব পালন করছেন ইমাম হোসেন ও রতন আলী।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১২টি স্কুল সমূহ হলো- ক গ্রুপে দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়, রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুল, দিনাজপুর জিলা স্কুল। খ গ্রুপে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, দিনাজপুর একাডেমি, সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ। গ গ্রুপে সেতাবগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। ঘ গ্রুপে চেহেলগাজী মিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, মহারাজা গিরিজানাথ হাই স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল।

Spread the love