শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শীতবস্ত্র বিতরণ

এম.আর মিজানঃ সমাজের অবহেলিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতি বছর এসব অভাবি ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে। আর এ কাজে সমাজের বিত্তবান ও সামর্থবান মানুষ সহযোগিতার হাত প্রসারিত করেছে। বিশেষ করে এবারের বিলিকৃত কম্বলগুলো প্রদান করেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন। তিনি শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বলে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি একজন মানবতাবাদি পুলিশ অফিসার। সে কারনে শীতার্তদের কষ্ট লাঘবে তিনি এগিয়ে এসেছেন। একটি মানুষও যেন শীতের যন্ত্রণায় কষ্ট না ভোগে, সে জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা এ শীতবস্ত্র বিতরণ করছি। বিগত বছরগুলোতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ধারাবাহিকভাবে বিতরণ করে। এসব কাজ যারা করছে তারা বয়সে তরুণ। মানব সেবার এ কাজে তরুণেরা মনোনিবেশ করলে মাদকসহ নানা অপরাধ থেকে তারা মুক্ত থাকবে। এ জন্য তরুণদের বেশি বেশি এসব কাজে অংশগ্রহণ করাতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ২০ জানুয়ারি সোমবার শহরের উত্তরা সুপার মার্কেটের দোতালায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ও দিনাজপুর পুলিশ সুপারের সৌজন্যে শীতবস্ত্র বিতরণকালে কেন্দ্রীয় মেলার সিনিয়র সাধারণ সম্পাদক ও মুখপাত্র প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত শিশু সংগঠক মনিরুজ্জামান জুয়েল উপরোক্ত কথাগুলো বলেন। দিনাজপু জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তরা সুপার মার্কেটের সভাপতি মুজিবুল হোসেন রানা, সাবেক খেলোয়াড় শাহরিয়ার কবির অপু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোকারম হোসেন হিটলার প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, আবুল কালাম, সিয়াম, রীনা। পরে সেখানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Spread the love