বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন ‘জন্মাষ্টমী’ উদযাপন করেছেন সনাতন হিন্দু সম্প্রদায় লোকেরা।
এ উপলক্ষে শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শহরের রায়সাহেব বাড়ী শ্রীশ্রী বাবা লোকনাথ মন্দির হতে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রায়সাহেব বাড়ী গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আনুস্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
শোভাযাত্রায় দিনাজপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমর দাস ও সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. বিকে বোস, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, বিশিষ্ট সাংবাদিক দৈনিক আজকের দেশবার্তার সম্পাদক চিত্ত ঘোষ, দিনাজপুর সার্বজনীন দুর্গা পুজা সমন্বয় কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী তপন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা কমিটির আহবায়ক সুনীল চক্রবর্তী, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুসহ দিনাজপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গসহ সনাতন ধর্মের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় শহরের বাসুনিয়াপট্টিস্থ সার্বজনীন দুর্গা মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে ‘জন্মাষ্টমী’ উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় হতে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা রেব হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাসসুম জুই। জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মো. মশিউর রহমান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জয়নুল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।

Spread the love