মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলা উদ্বোধন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, রপ্তানীমূখী কর্মকান্ডে নারী উদ্যোগক্তাদের দক্ষ করে গড়ে তুলতে বর্তমান সরকার আন্তরিক। এ ব্যাপারে সকল নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কুটির শিল্প গড়ে তুলতে বাংলাদেশ সরকার খুবই আন্তরিক। নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বি করতে নারীবান্ধব সরকার তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।

গতকাল এসোসিয়েশন ফল রাইট্স এন্ড পিচ (এআরপি) দিনাজপুর আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় লোকভবন প্রাঙ্গণে নারী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা প্রশিক্ষন কর্মসূচী’র আওতায় উপজেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের তৈরী বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলা উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসমিন লুনা, শহর আওয়ামীলীগের এসএম খালেকুজ্জামান রাজু ও কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ। স্বাগত বক্তব্য রাখেন এআরপি’র নির্বাহী পরিচালক আসমা-উল-হুসনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন এআরপি’র চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রেজা আল মামুন।

Spread the love