শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বাংলাদেশ হেলথ এ্যাসিষ্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলার মত বিনিময় সভা

এম.আর. মিজান, দিনাজপুর : ২১ আগষ্ট শুক্রবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ হেলথ এ্যাসিষ্ট্যান্ট এসোসিয়েশন দিনাজপুর সদর উপজেলা কর্তৃক জেলা কমিটি গঠন ও রংপুর বিভাগীয় প্রতিনিধিদের সমন্বয়ে এক মত বিনিময় সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধার সম্পাদক মোঃ আবুল ওয়ারেশ পাশা পলাশ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আল মোস্তাহিদ জুয়েল, আঃ লতিফ। আরো বক্তব্য রাখেন রুহুল মোল্লা, বুলবুল আহমেদ, আঃ রাহাদ, রবি শংকর দেব প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহবায়ক জুলফিকার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের সুনাম অর্জনের মূল কারিগর স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদ-পর্যাদার জোর আহবান ও বঞ্চনার কথা তুলে ধরেন এবং সংগঠনকে জোরদার করার আহবান জানান। এর আগে অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ব-পরিবারের শহীদদের স্মরণে এবং মরহুম হবিবর রহমান স্বাস্থ্য সহকারী বিরল উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স, মরহুম রমজান আলী, স্বাস্থ্য সহকারী পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স দিনাজপুরের উদ্দেশ্যে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় মহান আল্লাহর নিকট দোয়া করা হয়। তাছাড়াও ২০০৪ সালে ২১ আগষ্ট বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালিন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ হওয়ার কারণে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়।

Spread the love