শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে অভিভাবকের জরিমানা। কাজী গ্রেফতার

Sisu Baদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে অভিভাবকের ১ এক হাজার টাকা জরিমানা এবং বিয়ে পড়ানোর অপরাধে মৃত. আব্দুল করিমের পুত্র কাজী মোঃ সায়েদ আলীর ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মনজুর।

বুধবার বিকেল ৪টায় বিয়ের আসর থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের ছোট বোচাপুকুর গ্রামের মোঃ ইউসুফ আলীর কন্যা বলরামপুর দাখিল মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্রী মোছাঃ আসমা বেগম (১৩) এর বিয়ে অনুষ্ঠানে অভিযান চালিয়ে অভিভাবক এবং কাজীকে গ্রেফতার করে।

পরে ভ্রাম্যমান আদালতে উক্ত রায় প্রদান করেন।

বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত কাজী নিকাহ রেজিষ্ট্রির করার সরকারী অনুমতির কোন কাগজ-পত্র দেখাতে পারেনি।

Spread the love