শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সহিংসতা প্রতিরোধে যা করার দরকার তাই করব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএপি-জামায়াত জোটের হত্যা, অগ্নিসংযোগ, নৈরাজ্যের বিরুদ্ধে জনগণের প্রবল প্রতিরোধের মাধ্যমে এ ধরনের অপরাধ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যদি আপনার প্রয়োজন হয়, তাহলে এসএসসি পরীক্ষার পরে হরতাল আহবান করেন। ছোট ছেলের (কোকো) অসুস্থতার সময় তাকে দেখতে না যাওয়ার জন্য খালেদা জিয়ার সমালোচনা করে।

তিনি বলেন,‘সত্যিই বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য। যখন দেশ এগিয়ে যায় তখন কেউ না কেউ ব্যাঘাত ঘটায়। আমাদের এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এগিয়ে যেতে হবে। সহিংসতা প্রতিরোধে যা করার দরকার তাই করব। এ জন্য দেশবাসীর সাহায্য প্রয়োজন। বিশেষ করে যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন।’

Spread the love