শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিজিবি কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ঃ বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর সদর সেক্টর মাঠে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) দিনাজপুর আয়োজিত কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে চূড়ান্ত খেলা সম্পন্ন হয়। উক্ত প্রতিযোগিতায় ৫টি রিজিয়ন অংশগ্রহণ করে। ২০ সেপ্টেম্বর চূড়ান্ত খেলায় রংপুর রিজিয়ন কাবাডি দল ৪৩-৩৫ পয়েন্টের ব্যবধানে চট্টগ্রাম রিজিয়ন কাবাডি দলকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রংপুর উত্তর পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু তাহের মোহাম্মদ ইব্রাহীম, এনডিসি। এসময় উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, পিএসসি. জি+, ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া, সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর জিয়া মোঃ মাসুছ বিন কুদ্দুছসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। খেলায় শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়ার হিসেবে নিবাচিত হন রংপুর রিজিয়নের মোঃ জাহাঙ্গীর আলম ও শ্রেষ্ঠ নবীন খেলোয়ার নির্বাচিত হন রংপুর রিজিয়নের মোঃ মিঠু হাসান।

Spread the love