মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিনামুল্যে কৃষকদের মাঝে পরিবেশ বান্ধব হাইব্রীড ধান বীজ বিতরন

Abed Vaiমো. আবেদ আলী ।। দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার বিনামুল্যে কৃষকদের মাঝে পরিবেশ বান্ধব হাইব্রীড ধান বীজ বিতরন করা হয়েছে।

ইস্পাহানী এর্গো লিঃ দিনাজপুরের আয়োজনে উপজেলা প্রাথমিক সরকারী বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে পরিবেশ বান্ধব হাইব্রীড ধান বীজ বিতরন উপলক্ষে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক নেতা আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ইস্পাহানী এর্গো লিঃ রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ তাজউদ্দীন আহমেদ, উপজেলা উপসহকারী কৃষি অফিসার প্রমথ চন্দ্র রায়, ইস্পাহানী এর্গো লিঃ এক্সিকিটিব অফিসার শৈলেন চন্দ্র রায়, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু, পরিবেশক ও রাজু ট্রেডার্সের মালিক ময়েন শেখ রাজু, লাকী বীজ ভান্ডারের মালিক শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিনামুল্যে উপস্থিত কৃষকদের মাঝে ৩ শত কেজি আগমনী জাতের পরিবেশ বান্ধব হাইবী্রড বীজ বিতরন করেন।

Spread the love