শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : রংপুর বিভাগীয় লেখক পরিষদ এর আয়োজনে আগামী ১ ডিসেম্বর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন। সম্মেলন সফল করতে রংপুর বিভাগের ৮ জেলায় মতবিনিময় করার অংশ হিসেবে শুক্রবার সকালে দিনাজপুর জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের রংপুর জেলা সভাপতি এস এম সাথী বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক নূর-উন-নবী, দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ শান্ত, আমিনুল ইসলাম আমিন, ইব্রাহিম শাহ্ প্রমুখ।দিনাজপুরের খাজা নাজিমুদ্দিন পাবলিক লাইব্রেরী হলে মতবিনিময় শেষে কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ শান্ত এর হাতে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলনে অংশগ্রহনের রেজিস্ট্রেশন ফরম তুলে দেন। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন’। বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন। রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ অক্টোবর ২০১৮ পর্যন্ত।সংগঠনের ৮জেলার সভাপতি/সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দের কাছে সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাবে। এছাড়াও কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে। সম্মেলনে অংশগ্রহণকারীদের লেখা নিয়ে এবছরও প্রকাশ করা হবে সংগঠনের ৮ম স্মারকগ্ৰন্থ। এবছর রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে- ঐতিহাসিক তাজহাট জমিদারবাড়িতে। রেজিস্ট্রেশন ফি:- ৪০০( চারশত) টাকা মাত্র। সম্মেলনে দেশের প্রখ্যাত কবি সাহিত্যিকবৃন্দসহ ৮ জেলার ৫০০ শতাধিক সাহিত্যপ্রেমী অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইনেও ফরম পূরণ করা যাবে।

আগ্ৰহিরা সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করুন।রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন বাস্তবায়ন কমিটি বিভাগীয় লেখক পরিষদ,রংপুর।

Spread the love