শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ ‘স্বাস্থ্য আমার অধিকার’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় দিনাজপুরেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস ২০১৭ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী। বিশেষ অতিথি ছিলেন মোঃ হামিদুল আলম ও পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের ডিডি ডাঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরী। সিভিল সার্জন ডাঃ মওলা বক্স চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মাসুদ রেজা খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক, পিএসটিসির সংযোগ প্রকল্প দিনাজপুর জেলা সমন্বয়কারী সৈয়দা নূরে নাবিলা তাবাসসুম, ডিআইসি কো-অর্ডিনেটর মোঃ ওয়াহেদুল হক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। পরে এইডস সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করতে পিএসটিসি কর্তৃক সদর হাসপাতাল চত্ত্বরে স্থাপিত স্টল ফিতা কেটে উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মওলা বক্স চৌধুরী।

Spread the love