শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বিশ্ব কবিতা দিবসের আলোচনা সভা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২১ মার্চ বৃহস্পতিবার বিকেলে প্রগতি লেখক সংঘ ও মাটির কাঁসার আয়োজনে ও দিনাজপুর শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বিশ্ব নাট্য দিবস উপলক্ষে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রগতি লেখক সংঘ ও মাটির কাঁসা সংগঠনের সভাপতি দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিশিস্ট কবি সাহিত্যিক মোঃ জলিল আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, প্রবীর রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট কবি সাহিত্যিক ও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মাসুদুল হক, কবি মাসুদ মোস্তাফিজ, কবি মোকবুল হোসেন ও দিনাজপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মিন আরা পারভীন ডালিয়া। স্বাগত বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘ ও মাটির কাঁসা সংগঠনের সাধারণ সম্পাদক কবি বাসুদেব শীল। প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, একমাত্র কবিতাই পারে সমাজের সকল অবক্ষয়কে দূর করে শান্তির পরিবেশ গড়ে তুলতে। ড. মাসুদুল হক বলেন, কবিতার সাথে ঘর করতে হয় আমাদের। তাকে খুব যতেœ লালন পালন করতে হয়।

Spread the love