শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিশ্ব ভক্তা অধিকার দিবসের সেমিনারে রেস্তঁরা মালিক সমিতির অংশগ্রহণ

কাশী কুমার দাস ,ষ্টাফ রিপার্টার : ‘‘স্বাস্থ্যকর খাদ্য ভক্তার অধিকার’’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বিশ্ব ভক্তা অধিকার দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর চেম্বার ভবনে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত সেমিনারে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সদস্যরা অংশগ্রহণ করেন।

 

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোকাদ্দেস হুসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেল প্রশাসক আহমদ শামীম আল রাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, এডিসি (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা। স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুর ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্যামল কুমার ঘোষ বলেন, ফরমালিনসহ সকল প্রকার বিষাক্ত খাদ্য দ্রব্যের ব্যবহার বন্ধ করে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে। ভেজালমুক্ত খাদ্য বিক্রয়ের ব্যাপারে দিনাজপুরের রেস্তোঁরা মালিকরা এখন যথেষ্ট সচেতন রয়েছে। তবে বাঙ্গালীর খাদ্যাভাস আমাদের সংস্কৃতিতে ফিরে আসতে হবে। তাহলে আমরা সুস্বাস্থ্যের জন্য সুষম খাবার খেয়ে বাঁচতে পারব।

 

Spread the love