বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে চেম্বার আয়োজিত সেমিনার

আব্দুর রাজ্জাক ঃ
দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, সুস’ভাবে বেঁচে থাকতে হলে, কেমিক্যালমুক্ত খাদ্য ক্রয়-বিক্রয় হতে বিরত থাকতে হবে। আর এ জন্য চাই গণসচেতনতা। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যতটুকু ক্ষতি হচ্ছে, তার চেয়ে বেশী ঘটছে অস্বাস’্যকর খাদ্য ব্যবহারের ফলে। জেলা প্রশাসক বিশ্ব ভোক্তা অধিকার দিবসের মাধ্যমে সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারন করে বলেন, আজ থেকে আপনারা ভোক্তা আইন মেনে সঠিকভাবে পণ্য প্রস’ত, সরবরাহ ও বিক্রয় করুন, নইলে সমস্যায় জড়াতে হবে।
১৫মার্চ রবিবার সকালে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৫ উপলক্ষে “স্বাস’্যকর খাদ্য ভোক্তার অধিকার” প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। সেমিনারে দিনাজপুর চেম্বারের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা, বিসিসিআই’র পরিচালক মো. জালাল উদ্দিন, চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি সারওয়ার আশফাক লিয়ন, ক্যাব এর সভাপতি শাহ ই মবিন জিন্নাহ। এছাড়াও সেমিনারে হারুন উর রশীদ’র উপস’াপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র সহকারি পরিচালক হাসান আল নাঈম, জেলা মার্কেটিং কর্মকর্তা রবিউল ইসলাম। সেমিনারে দিনাজপুর চেম্বারের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যসহ চাল, মাছ, হোটেল, বেকারী, ফল, ঔষধ, রড-সিমেন্ট, পেট্রোল পাম্প ব্যবসায়ীরা উপসি’ত ছিলেন।

Spread the love