শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বিসিকের মৌচাষ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

Kashi -Bickদিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন (বিসিক) দিনাজপুর এর উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মজিদ বলেছেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে জীবিকা উন্নয়নের কাজে লাগাতে হবে। মৌ পালন করে খুব সহজে এবং স্বল্প পুজি বিনিয়োগ করে স্বাবলম্বি হওয়া সম্ভব। চাকুরীর পিছনে না ছুটে শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রশিক্ষণ নিয়ে নিজেরাই স্বনির্ভর হতে পারে।

গতকাল রোববার বাংলাদেশ কুঠির শিল্প করপোরেশন (বিসিক) দিনাজপুর আয়োজিত পুলহাটস্থ শিসকে, বিসিক হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৌচাষ উন্নয়ন প্রকল্পের ওরিয়েন্টেশন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করতে গিয়ে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিসিক সম্প্রসারণ কর্মকর্তা (মৌমাছি পালন কর্মসূচী) শাহেদুল ইসলাম। প্রশিক্ষন বিষয় নিয়ে বক্তব্য রাখেন কোর্স পরিচালক নিরেন্দ্র নাথ রায় চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্প নগরী কর্মকর্তা হাসনাত হোসেন ও মোঃ মোস্তাফিজুর রহমান। উক্ত প্রশিক্ষণ কোর্সে ৩০ জন শিক্ষিত বেকার যুবক যুবতীরা অংশগ্রহণ করে।

Spread the love