বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বড়ইল গ্রামে ব্লাস্টের মানবাধিকার সচেতন সভা

Ngoকাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যডঃ সিরাজুম মুনিরা বলেছেন মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারীর ক্ষমতায়ন সম্ভব। প্রতিটি নারীকে তার অধিকার সমন্ধে সচেতন হতে হবে এবং বিভিন্ন আইন সমন্ধে জ্ঞান অর্জন করতে হবে।

গতকাল মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের আন্তরগত বড়ইল গ্রামের রোকেয়ার বাড়ীতে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট আয়োজিত মানবাধিকার সচেতন সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্বগত বক্তব্য রাখেন ব্লাস্ট জেলা প্রকল্প কর্মকর্তা এ্যাডঃ খুরশিদা পারভিন জলি। সভা পারিচালনা করেন ব্লাস্ট প্যারা লিগ্যাল ফারজানা ফারহীন। উক্ত সভায় বাল্য বিবাহ, যৌতুক নিরোধ আইন, নারী ও শিশু নির্যাতন আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০, হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন আইন, সম্পত্তির অধিকার, দেন মোহর সমন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষনে ৪০ জন মহিলা অংশগ্রহণ করেন।

 

Spread the love