শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বড়পুকুরিয়া কোলমাইনিং শ্রমিক সমাবেশে বক্তাদের হুশিয়ারী

আব্দুর রাজ্জাকঃ

শ্রমিক সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী মেহনতি মানুষের আশা আকাঙ্খার প্রতীক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয়ী জননেত্রী শেখ হাসিনার সরকার যখন বেকারের হাতে কর্ম তুলে দেয়া এবং ক্ষুধামূক্ত বাংলাদেশ গড়বার দৃপ্তশপথে কাজ করে যাচ্ছে ঠিক তখনও বড়পুকুরিয়া কয়লাখনি প্রজেক্টে কর্মরত শ্রমিক ভাইদের স্থায়ী কর্মের জন্য আন্দোলনের ঝান্ডি হাতে নিয়ে আন্দোলন করতে হবে তা’ কোন ভাবেই মেনে নেয়া যায় না। তাই আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন এ ব্যাপারে প্রধানমন্ত্রীর মহতিদৃষ্টি আমাদের অসহায় শ্রমিক ভাইদের সমস্যা সমাধানের কারণ হয়ে যায়। মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে অস্থায়ী শ্রমিকভাইদের আগামী ৩ মাসের মধ্যে স্থায়ীকরণ করতে হবে, নইলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে খনির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন।

২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুরে জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভূক্ত বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রাজ-১৯৫৬) এর আয়োজনে নিজস্ব সভাকক্ষে উক্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল আলম’র পরিচালনায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ তৈল, গ্যাস-খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশন (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত) এর সহ সভাপতি মো. আবুল কাসেম সিকদার। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশন (জাতীয় শ্রমিক লীগের অন্তরভূক্ত) এর সিনিয়র সহ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রাজ-১৯৫৬) এর সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ আব্দুর নূর ওরফে শাহিন মন্ডল, সদস্য আজগার আলী প্রমুখ।

Spread the love