শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ভোক্তার দৃষ্টিকোন থেকে নিরাপদ খাদ্য বিষয়ক জেলা সেমিনার অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর বলেছেন, সুস্থ্য দেহের জন্য নিরাপদ খাদ্যের বিকল্প নেই। আমাদের দেশে নিরাপদ খাদ্য একটি জাতীয় সমস্যা। তারপর রয়েছে মাদকের সমস্যা। একটি জাতি গঠনে যে ধরনের নিরাপদ খাদ্যের প্রয়োজন হয় তা আমরা পাই না। উন্নত দেশে খাদ্য বাজারে আসার পূর্বেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু আমাদের দেশে সেরকম ব্যবস্থা নেই। তাই নিরাপদ খাদ্যের ব্যাপারে আমাদের জনগণকে সচেতন হওয়া দরকার। পাশাপাশি এ ব্যাপারে সরকারি কর্মকর্তা যারা এ দায়িত্বে রয়েছেন তাদেরও দায়িত্ব পালনে আন্তরিক ভূমিকা থাকতে হবে।
১৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দিনাজপুর এর যৌথ আয়োজনে ভোক্তার দৃষ্টিকোন থেকে নিরাপদ খাদ্য বিষয়ক জেলা সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ক্যাব দিনাজপুর শাখার সভাপতি ও সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ খয়রাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিসি শিক্ষা ও আইসিটি মোঃ জয়নুল আবেদীন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোঃ ফজলুর রহমান, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী। মূল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফাউ-ইউএন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা প্রোগ্রামের সিনিয়র জাতীয় উপদেষ্টা প্রফেসর শাহ্ মুনির হোসেন। মুক্ত আলোচনা অংশ নেন ডাঃ বিকো বোস, লায়লা চৌধুরী, জিনাত রহমান, শফিকুল ইসলাম, ডাঃ মোঃ শহিদুল্লাহ, কাশী কুমার দাস ও কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা।

Spread the love