শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে মজিবর রহমানের সম্পত্তি দখলদারদের হাত থেকে দখলমুক্ত করতে মানববন্ধন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের মৃত আজিম উদ্দীন এর পুত্র মোঃ মজিবর রহমানের নিজস্ব ৬ একর ২ শতক জমি অবৈধভাবে দখলদারদের হাত হতে দখলমুক্ত করতে ১৬ অক্টোবর বুধবার কিষাণ বাজারস্থ সিডিসি কার্যালয়ের সম্মুখে ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটির সভাপতি ও সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় এর নিকট দেওয়া অভিযোগ পত্র সূত্রে জানা যায় যে, চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রাম গ্রামের নঈস শাহ্’র ছেলে মোঃ রফিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম এবং মঈস শাহ্’র ছেলে মোঃ মহশিন, মোঃ আজিজুল, মোঃ মাহাবুব ও মোঃ রানা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোঃ মজিবর রহমানের নিজস্ব ৬ একর ২ শতক জমি যা মাহাদানী মৌজার ৩৬৭ দাগে, ১১০৫ বাটা, খতিয়ান নং-৩০২, জে.এল নং-৬০ এর জমি দখল করে রেখেছে। এব্যাপারে কয়েকবার শালিস বৈঠকে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক বিচার শালিস করে জমির প্রকৃত মালিক মোঃ মজিবর রহমান প্রামাণিত হলেও অবৈধ দখলদাররা জোরপূর্বক তা দখল করে রেখেছে। ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটির সভাপতি যাদব চন্দ্র রায় বলেন, মোঃ মজিবর রহমানের প্রকৃত জমি অবৈধভাবে দখলদাররা দখল করে মানবাধিকার লঙ্ঘন করেছে। অবিলম্বে এই জমি দখলমুক্ত না হলে আমরা সংগঠনের পক্ষ থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

Spread the love