মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে মহিলা দলের কালো পতাকা মিছিল

BNPদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জাতীয়তাবাদী মহিলা দল কালো পতাকা মিছিল করেছে। ঢাকায় আন্তর্জাতিক নারী দিবসে জাতীয়তাবাদী মহিলা দলকে র‌্যালী বের করতে পুলিশী বাধার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে এই কালো পতাকা মিছিল জেলা মহিলা দল।

সোমবার বেলা ১২টায় শহরের জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা মহিলা দলের আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব রেজিনা ইসলামের নেতৃত্বে এক বিশাল কালো পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা মহিলা দলের আহবায়ক সাবেক এমপি রেজিনা ইসলাম বলেন, সরকার দেশে স্বৈরশাসন বলবৎ করেছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। বাকশাল কায়েম করে দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছে। নারীদের স্বাধীনাতার কথা বলে নারীদের অধিকার কেরে নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের র‌্যালীতে পুলিশী বাঁধা তারই প্রমান। নারীদের উন্নয়নে কথা বলে শেখ হাসিনা নারীদেরই অধিকার হরন করেছে। এই জনবিচ্ছিন্ন আওয়ামী সরকারের বিরম্নদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলঅর আহবান তিনি।

মিছিল ও সমাবেশে জেলা মহিলাদল নেত্রী ও পৌরসভার কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, কোতয়ালী মহিলাদলের আহবায়ক আয়েশা রহমান, মহিলাদল নেত্রী রুশনী, খালেদা পারভীন, আফরোজা বেগম, নাহিদ পারভীন, শাহজাদী, রশিদা, ময়নাসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহন করেন।

Spread the love