বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “শুধু জনসচেতনাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মিলনায়তনে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রাজিউর রহমান। দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ হাসিনা আখতার বানু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান শাহ্ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান ফরিদা ইয়াসমিন, প্রভাষক মো. আনোয়ারুল ইসলাম, প্রভাষক মো. হানিফুর রহমান, প্রভাষক মো. হাবিবুর রহমান প্রমূখ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান শাহ্ মিজানুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. হানিফুর রহমান ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Spread the love