বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে মানসম্মত খাদ্য প্রস্তুতকরণে পাম নেদারল্যান্ডের সাথে বেকারী মালিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর ॥ মানসম্মত খাদ্য প্রস্তুতকরণে দিনাজপুরে বেকারী মালিক সমিতির সাথে পাম নেদারল্যান্ডের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে শহরের চিলিস চাইনিজ রেষ্টুরেন্টে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মানসম্মত খাদ্য প্রস্তুতকরণ বিষয়ে মতবিনিময় করেন পাম নেদারল্যান্ড ও হাবিপ্রবির ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগ।

মানসম্মত উপায়ে বিভিন্ন খাদ্যপ্রস্তুতকরণ বিষয়ে মতবিনিময় করেন পাম নেদারল্যান্ডের কান্ট্রি কো-অর্ডিনেটর উইম হেইজার, হাবিপ্রবির ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ, জেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি শেখ নাসিম আলী কচি, জেলা বেকারী মালিক সমিতির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক শামীম মো. শেখ। এছাড়াও পাম নেদারল্যান্ডের দিনাজপুর প্রতিনিধি ও হাবিপ্রবি’র জেনেটিক এবং এ্যানিমেল ব্রেডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল গফ্ফার মিঞার সার্বিক তত্ত¦াবধানে মতবিনিময়ে অংশ নেন কাহারোল উপজেলার মেসার্স হাই হ্যাচারী এন্ড ফিস ফার্মের স্বত্তাধিকারী শেখ আবদুল হাই, জেলা বেকারী মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মিজানুর জামান, সহ সাধারণ সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা সরকার, কোষাধ্যক্ষ অংকুর সরকার, নির্বাহী সদস্য ও পৌর কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার প্রমুখ।

Spread the love