শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে মাসুদ স্যার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সূর্যোদয় কোচিং সেন্টার চ্যাম্পিয়ন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে মাসুদ স্যার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সূর্যোদয় কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে দিনাজপুর বড় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাহাদুর বাজার বিবিসি ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।

ফাইনাল খেলায় ষষ্টিতলা সূর্যোদয় কোচিং সেন্টার ৮৮ রানে জারিন জুয়েলার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সূর্যোদয় কোচিং সেন্টারের সংগ্রহ ১৪ ওভারে ১৪৬ রান। অপরদিকে জারিন জুয়েলার্স’র সংগ্রহ ৫৮ রান। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন সূর্যোদয় কোচিং সেন্টারের খেলোয়ার মোঃ রানা।

ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি ও রানার আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার ধীমান ঘোষ, বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট মোঃ ইয়ামিন আহম্মেদ, ক্রীড়া সংগঠক মোঃ সাগির আহম্মেদ গাজর, বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মোঃ আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ শামিম কবির অপু, সদস্য সচিব মোঃ মাহবুব আলম লাপ্পু এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন দিনাজপুর ক্রিকেট আম্পায়ারস এন্ড স্কোরারস এসোসিয়েশন এবং ক্লেমন দিনাজপুর ক্রিকেট একাডেমী। আর সম্পূর্ণ খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ জাহাঙ্গীর হোসেন বাপ্পী।

 

Spread the love