শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে মা ও শিশুদের স্বাস্থ্য সেবা ও শিক্ষার্থীদের মাঝে ঔষধ এবং শিক্ষা উপকরণ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : শনিবার সকাল ১০টায় দিনাজপুর এফ, ডব্লিউ,ভি,টি,আই প্রশিক্ষন ইনষ্টিটিউট রাজবাটী মিলনায়তনে বিনামূল্যে মা ও শিশুদের স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ ও মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হেল্প এন্ড নলেজ ইনষ্টিটিউট রাজবাটী’র সহযোগিতায় আলোচনা সভায় হেল্প এর নির্বাহী পরিচালক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে সম্মানীত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাটী ইনষ্টিটিউটের অধ্যক্ষ ওবাইদুর রহমান সরদার, এফ,ডাব্লিউ,ভি,টি,আই,ই,এক্স,এন নির্বাহী প্রকৌশলী এস,এম শহীদুল আলম, জেলা রেজিষ্ট্রেশন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাইনুল হাসান, মহিলা কাউন্সিলর মোছাঃ মাহমুদা খাতুন জোস্না, পল্লী উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন অশোক চৌধুরী।

অনুষ্ঠান শেষে সম্মানীত অতিথিরা ২০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিনামূল্যে ৫০জন রোগীদের মাঝে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন।

বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বে-সরকারী উদ্যোগে দিনাজপুরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে জনগনের সহযোগিতার পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

 

 

Spread the love