বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ “স্বয়ং সম্পূর্ন মাছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী, উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা মৎস্য কর্মকতা ড. এসএম রেজাউল করিম, সিনিয়র মৎস্য কর্মকতা কালীপদ রায় প্রমুখ অংশগ্রহন করেন। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে জেলা মৎস্য কর্মকর্তা ড. এসএম রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুর আলম, কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কুমোদ চন্দ্র রায়, মোয়াজ্জেম সরকার, কাজী আবেদ লতিফ প্রমুখ।

আলোচনা শেষে পুলিশ লাইন পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হামিদুল আলমসহ মৎস্য কর্মকর্তারা। এর পূর্বে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Spread the love