মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে যক্ষ্মা বিষয়ক মতবিনিময় সভা

Medicinদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের কালিতলা টিবি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মাসতুরা বেগম বলেছেন, বাংলাদেশে যক্ষ্মা একটি অন্যতম ঘাতক ব্যাধী যা প্রতিবছর বহুলোকের মৃত্যু ঘটায়। আমাদের দেশের যক্ষ্মা সম্পর্কে সামাজিক কুসংস্কার এখনও রয়ে গেছে। এই কুসংস্কার কাটিয়ে উঠতে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। বিনামুলে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, বক্ষব্যাধী ক্লিনিক, মেডিকেল কলেজে যক্ষ্মা চিকিৎসার ব্যবস্থা আছে। আসুন সবাই মিলে যক্ষ্মামুক্ত দেশ গড়ি।

গতকাল মঙ্গলবার চাঁদগঞ্জ স্কূল এন্ড কলেজের হলরুমে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত ফার্মাসিষ্টদের নিয়ে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সুশিল সমাজের করনীয় শীর্ষক জেলা মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহের উদ্দীন আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নাটাব আঞ্চলিক প্রতিনিধি মোঃ কাওসার উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এসএম শাহজাহান চৌধুরী। উপস্থিত ফার্মাসিষ্টদের পক্ষে বিভিন্ন প্রশ্ন রাখেন ডাঃ মোঃ রাসেল শাহীন, ডাঃ উত্তম শর্মা,  ডাঃ একেএম ফারুক আযম।

Spread the love