শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে রাকাবের পারফরমেন্স পর্যালোচনা সভা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব এর চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে রাকাবের সকল শাখায় অনলাইন ব্যাংকিং চালু করা হবে। তিনি আরো বলেন, সারা দেশে ব্যাংকিং সেক্টরে রাকাবকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে শাখা ব্যবস্থাপকদের স্বচ্ছতা, জবাবদিহীতা ও শততার সাথে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যংক যে সরকারি একটি ব্যাংক সে বিষয় জনগণকে জানাতে হবে। প্রতিটি শাখায় ডিপোজিট বাড়াতে শাখা ব্যবস্থাপকদের আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ব্যাংকের আমানত হচ্ছে ব্লাড। মানুষ যেমন ব্লাড ছাড়া চলতে পারে না ঠিক তেমনি আমানত ছাড়া ব্যাংক চলতে পারে না।

“সততার বিকল্প নেই-দুর্নীতির সাথে আপোষ নেই”- রাকাবের এই শ্লোগানকে সামনে রেখে ২৩ অক্টোবর মঙ্গলবার পল্লীশ্রী মিলনায়তনে রাকাব উত্তর ও দক্ষিন জোনের আয়োজনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক উত্তর ও দক্ষিন জোটের শাখা ব্যবস্থাপকদের সাথে পারফরমেন্স পর্যালোচনা সভা -২০১৮’র উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। রাকাব রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ রকিবুল রহমান খন্দকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাকাব ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন রাকাব উত্তর জোনের জোনাল ব্যবস্থাপক বদিউজ্জামান প্রধান। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাকাব দক্ষিন জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ জিয়াউদ্দীন আকবর। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জোনের নিরীক্ষা কর্মকর্তা রমা নাথ চন্দ্র অধিকারী ও উত্তর জোনের নিরীক্ষা কর্মকর্তা সুরেশ চন্দ্র রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাকাব পাঁচকুড় শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। সভায় দুই শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স পর্যালোচনা নিয়ে দিনব্যাপী আলোচনা করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

Spread the love