শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম পিয়ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগ

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর সদরের শেখপুরাস্থ রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম পিয়ন পদে নিয়োগে অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উক্ত পদে নিয়োগ প্রাপ্তি সদরের শেখপুরাস্থ নিশ্চিন্তপুরের মো. কাওছার হোসেন ও মোস্তাক হোসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর উপরোক্ত পদে অনিয়ম সংক্রান্ত লিখিত অভিযোগ করেন গতকাল ২৭ অগাস্ট বুধবার। অভিযোগ পত্রে তারা উল্লেখ করেছেন যে, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম পিয়ন পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১/০৮/১৪ তারিখ রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। উক্ত নিয়োগ পরীক্ষায় রায়পুর স্কুলের সভাপতি মো. কায়ছার হোসেন এর আপন ভাই মো. ইফতেখার ইসলাম রাজু নিয়োগ প্রার্থী হয়েছেন। কিন্তু উক্ত নিয়োগ কমিটির সভাপতি মো. মোকছেদ আলীর আপন ভাইস্তা স্কুলের সভাপতি কায়ছার হোসেন ও তার ভাই ইফতেখারুল ইসলাম রাজুকে নিয়োগ দেয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষিকা কেয়া রাণী মন্ডল, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম এর নিকট বিভিন্ন প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের সহযোগিতায় নিয়োগ পরীক্ষায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদনের পূর্বেই উক্ত স্কুলের সভাপতি কায়ছার হোসেন ও প্রধান শিক্ষিকা কেয়া রাণী মন্ডল উভয় মিলে পরিকল্পিতভাবে গত ২১/০৮/২০১৪ তারিখে ভাইভা পরীক্ষা গ্রহন করেন বলে অভিযোগ করেন অভিযোগকারীরা। তারা আরও অভিযোগ করেন যে, উক্ত নিয়োগ পরীক্ষার সভাপতি শেখপুরাস্থ উত্তর দেবীপুর গ্রামের মৃত আইন উদ্দিন’র পুত্র মো. মোকছেদ আলী গত ১৬/০৮/১৪ তারিখ হতে পঙ্গুত্ব বরণ ও কথা বলতে না পারায় ভাইভা পরীক্ষায় উপস্থিত থেকে ভাইভা নিয়েছেন মো. আনছার আলী। অভিযোগে অভিযোগকারীরা আরও জানিয়েছেন, অসুস্থ পঙ্গু মানুষকে উক্ত নিয়োগ পরীক্ষার অনুমোদিত সভাপতি বানিয়ে সরকারের নীতিমালাকে অবজ্ঞা করে মোকছেদ আলী কে বাদ দিয়ে অন্য ব্যক্তি কথিত সভাপতি আনছার আলীকে দিয়ে ভাইভা পরীক্ষা নেয়া হলো। এতে স্কুলের প্রধান শিক্ষিকা কেয়া রাণী মন্ডল তার মনোনীত প্রার্থী ইফতেখারুল ইসলাম রাজুকে ভাইভা কার্ড প্রদান করেন গত ১৯/০৮/১৪ইং তারিখে। কিন্তু অন্য সব প্রার্থীরা যোগাযোগ করলে এখনও ভাইভা কার্ড পৌছায়নি বলে জানান প্রধান শিক্ষিকা। বাকীদেরকে ২০/০৮/১৪ তারিখ বিকাল ৪টায় ভাইভা কার্ড প্রদান করা হলে পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১/০৮/১৪ তারিখ সকাল ১০টায়। উক্ত ভাইভা বোর্ড অনুষ্ঠানের দিন তারিখ ও সময় নির্ধারণের অনুলিপি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকেও দেয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও নীতিমালা বহির্ভূতভাবে স্কুলের নোটিশ বোর্ডেও দেয়া হয়নি। তাছাড়া শিক্ষা নীতিমালানুযায়ী নিয়োগ পরীক্ষার সভাপতি তার নিজ বংশের কাউকে নিয়োগ দিতে পারবেনা বলে অভিযোগে অভিযোগকারীরা উল্লেখ করেছেন। অভিযোগকারীরা উপরোক্ত বিষয়গুলো সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে অনিয়মের সাথে জড়িতদের নীতিমালানুযায়ী শাস্তিমুলক ব্যবস্থা গহণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অনুরোধ জানিয়েছেন।

Spread the love