শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে বিশেষ ভেজাল বিরোধী অভিযান

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে বিশেষ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৪ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ৩৫হাজার টাকা জরিমানা।

র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ দুপুরে দিনাজপুর জেলার কোতয়ালী এবং পার্বতীপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি সামুয়েল সাংমা দ্বয়ের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএইচএম মাগফুরুল হাসান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মমতাজ বেগম এর সাথে যৌথভাবে বিশেষ ভেজাল বিরোধী অভিযান কার্যক্রম পরিচালনা করেন। এই অভিযানে মোল্লা স্টোর এর মালিক আজাদ আলী’কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরনের শাস্তি হিসেবে অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার ) টাকা, মেসার্স ভাই ভাই বীজ ভান্ডারের মালিক মোঃ রবিউল ইসলাম’কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারার মেয়াদ উত্তীর্ণের কোন পণ্য বা ঔষধ বিক্রয় করার শাস্তি হিসেবে ১০,০০০/- (দশ হাজার) টাকা, মনি এন্টারপ্রাইজ এর মালিক মোঃ বাদশা’কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করার শাস্তি হিসেবে অভিযোগ ১০,০০০/- (দশ হাজার ) টাকা এবং শম্বু কুমার নাথ’কে একই আইনের একই ধারায় শাস্তি হিসেবে ১০,০০০/- (দশ হাজার) টাকা সহ সর্বমোট সহ সর্বমোট ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

Spread the love