শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ প্রাথমিক শিক্ষাই হচ্ছে, শিক্ষার মূল ভিত্তি উল্লেখ করে দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার বলেছেন শিক্ষার মানোন্নয়নে সততা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষকদের মর্যাদা ও স্বার্থ সংরক্ষনের বিষয়ে খুবই আন্তরিক। বর্তমান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা সহ ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেছে। 

৮ জুলাই সোমবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির উদ্যোগে সোয়া অটো রাইস মিল এর সৌজন্যে দিনাজপুর সদর উপজেলার হামজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার এ কথা বলেন। হামজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খালেদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক খ ম আলাওল হাদী, সোয়া অটো রাইস্ মিলের সত্ত্বাধিকারী মোঃ সাদেকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ময়েজউদ্দিন আহম্মেদ মজু ও মোঃ আব্দুল হাই বকুল। স্বাগত বক্তব্য রাখেন হামজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাল্যা মাহমুদা।

Spread the love