শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে শিশু শ্রম আমাদের দেশে ক্ষতিকারক শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: গতকাল বুধবার দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের দিঘন এসসি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে কামটুওয়ার্ক এর আয়োজনে অপরাজেয় বাংলাদেশ এর সহযোগীতায় শিশু শ্রম আমাদের দেশে ক্ষতিকারক শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কামটুওয়ার্ক এর সহযোগী সংগঠন ও সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনি শংকর রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহিনুর ইসলাম বাবলু। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক নাসিমা বেগম, রতন কর্মকার। বিচারক মন্ডলি পক্ষদলকে বিজয়ী দল হিসেবে ঘোষনা দেন। বিতর্ক প্রতিযোগীতায় পক্ষ দলের নেতা সম্পা রায় ও বিপক্ষ দলের নেতা মোঃ রিপন সহ দুদলের ২০ জন সদস্যদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

বিতর্ক প্রতিযোগীতা উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের সার্বিক উন্নয়নের লক্ষে শিশুদের জন্য সুষ্ঠু কার্যক্রম গ্রহণ অপরিহার্য। শিশুরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। সে কারণে শিশু শ্রম ক্ষতিকারক এবং এ থেকে শিশুদের বিরত থাকতে অভিভবকদের সচেতন করতে হবে। অনুষ্ঠনটি সার্বিক পরিচালনা করেন কামটুওয়ার্ক এর সহযোগী সংগঠন সিডিসি দিনাজপুর একাউন্টস্ কাম এডমিন অফিসার তপন কুমার রায়। তাকে সহযোগীতা করেন মনিটরিং অফিসার সতেন্দ্র নাথ রায়, প্রকল্প সুপারভাইজার মোঃ আয়ুব আলী। বিতর্ক প্রতিযোগীতায় শ্রোতা হিসেবে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

Spread the love