শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে মনিট্রিয়াল ও প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরন

সাহেব, দিনাজপুর ॥ বিদেশের মাটিতে থেকেও দেশের অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মায়া মমতায় জড়িয়ে আছে মনিট্রিয়াল বাংলাদেশী কানাডিয়ান্স এই সংগঠন। দিনাজপুর প্রেসক্লাবের সহযোগীতায় প্রচন্ড ও কনকনে এই শীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করে এই সংগঠনটি জানান দিলো বিদেশেও মাটিতে থাকলেও দেশের মানুষের মায়া মমতার সাথে তাড়া জড়িয়ে আছে। ৪ ফেব্রুয়ারী রোববার দিনাজপুর প্রেসক্লাবে মনিট্রিয়াল বাংলাদেশী কানাডিয়ান্স এর আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সহযোগীতায় প্রায় ৫০০ শত দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন প্রধান অতিথি প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু। তিনি বলেন, এই সংগঠনের প্রধান ও কানাডীয় প্রবাসী মোস্তাফিজুর রহমান টিটো ও প্রবাসীরা বিদেশে অবস্থান করলেও দেশের মানুষের সাথে মায়া মমতায় জড়িয়ে থাকতে চান। সাম্প্রতিকালে ভয়াবহ বন্যায় ও এই কনকনে শীতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে জড়িয়ে আছে এই সংগঠনটি।
এ সময় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, যমুনা টেলিভিশনের প্রতিবেদক ও মনিট্রিয়াল বাংলাদেশী কানাডিয়ান্স এর প্রতিনিধি আহমেদ রেজা, আদরীন হোসেন বন্যা, তন্ময় চন্দ্র রায়, আরশ খান, প্রীতম চন্দ্র দাস, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, ইদ্রিস আলী, সাংবাদিক শাহরিয়ার হিরু, হুমায়ন কবির, মাহফুজুল হক আনার, শাহ আলম শাহী, জিন্নাত হোসেন, রফিকুল ইসলাম ফুলাল, সালাউদ্দীন আহমেদ, ফটো সাংবাদিক সাহেব আলীসহ সাংবাদিকবৃন্দ।

Spread the love