শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে শুরু হলো ভার্চুয়াল আদালত কার্যক্রম

এম. আর. মিজান ॥ সারাদেশের বিভিন্ন স্থানের মত দিনাজপুরেও শুরু হয়েছে ভার্চুয়াল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত কার্যক্রম। এ পদ্ধতিতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী স্ব স্ব স্থানে থেকেও বিচার কাজ পরিচালিত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র ও প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ায় এটি একটি মাইলফলক বলে মনে করছেন দিনাজপুরের আইনজীবীসহ সাধারণ মানুষ। করোনার প্রাদুর্ভাবে লকডাউনে আদালত বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা মামলা জট কাটাতে এ পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করেন আইনজীবীগণ। আইনজীবী, বিচারপ্রার্থীসহ সাধারণ মানুষ এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুন্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

১২ মে মঙ্গলবার দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে ২৫টি জমাকৃত আবেদনের মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে মোট ৯টি মামলার আবেদন শুনানি হয়। আইনজীবীগনের আবেদনের প্রেক্ষিতে আদালত ৬টি মামলায় আসামীদের জামিন প্রদান করেন এবং ৩টি মামলায় পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন। এছাড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮০টি জমাকৃত আবেদনের মধ্যে ২৬টি শুনানি হয়েছে। দিনাজপুর জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে এ্যাড. রবিউল ইসলাম রবি ভার্চুয়াল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলাগুলোতে রাষ্ট্রপক্ষে সহযোগিতা করেন। পাশাপাশি আসামীদের পক্ষে স্ব স্ব আইনজীবীগণ মামলার ডিফেন্স করেন। পরে পিপি এ্যাড. রবিউল ইসলাম রবি সাংবাদিকদের সামনে বলেন, আজ মনে হলো আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের স্বাদ পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারছি। আমরা ইতোমধ্যে মোবাইল, ইন্টারনেটসহ বিভিন্ন আইটি সেবা গ্রহণের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বাদ নিয়েছি। আজ ভার্চুয়াল আদালত পরিচালনার মধ্য দিয়ে সে স্বাদ পরিপূর্ণতা পেল। এজন্য আমি সকল আইনজীবীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Spread the love