শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে শুরু হয়েছে রাবার ড্যাম প্রকল্পের কৃষি মেলা

জিন্নাত হোসেন : দিনাজপুরে শুরু হয়েছে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নিমার্ণ প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা।
দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলা আয়োজন করে। গত সোমবার ৩ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার মোঃ মতলুবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল আখতার ও দীঘন এস.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মণি শংকর রায়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ মমতাজ সুলতানা।
দিনাজপুর উপজেলা কৃষি অফিসার মোঃ মতলুবর রহমান জানান, খাদ্য উৎপাদন বৃদ্ধির ল্েয ুদ্র মাঝারি নদীতে রাবার ড্যাম নিমার্ণ প্রকল্পের আওতায় এই কৃষি মেলায় প্রদর্শিত প্রযুক্তি সমূহ কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখবে। পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সমূহ কৃষকদের মাঝে সম্প্রসারিত হলে তা টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলায় সহায়ক হবে এবং জনস্বাস্থের জন্য তিকর নয় এমন প্রযুক্তি সমূহ সম্প্রসারিত হবে।

Spread the love