মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে শের-এ-বাংলা ক্লাব বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় শহর আওয়ামীলীগের সভাপতি

আব্দুর রাজ্জাক : দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম এমপি’র পৃষ্ঠপোষকায় যেভাবে খেলাধুলার প্রসার ঘটেছে, তাতে অচিরেই ক্রীড়ানগরী হিসেবে সারাদেশে আখ্যায়িত লাভ করবে। তাছাড়া খেলাধুলার সাথে জড়িত থাকায় যুবকরা নেশার হাত থেকেও রক্ষা পাচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। আনোয়ারুল ইসলাম আরও বলেন, শের এ বাংলা ক্লাব খেলাধুলার ক্ষেত্রে সর্বোচ্চ ভুমিকা রাখায় অভিনন্দন জানিয়ে আগামীতে বেশী বেশী করে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের অনুরোধ জানান।

৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে শহরের কসবা-পুলহাটস্থ শের এ বাংলা ক্লাব আয়োজিত বিজয় দিবস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০১৪-১৫’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে শের এ বাংলা ক্লাব’র সভাপতি আলহাজ্ব মো. আনোয়ারুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সহ সভাপতি সারোয়ার আশফাক আহমেদ লিয়ন, বিশিষ্ট শিল্পপতি মো. সাদেকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, ক্লাব’র সাধারণ সম্পাদক ফয়সাল ইবনে আজিজ (চঞ্চল), শহর যুবলীগের আহবায়ক আশরাফুল আলম রমজান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আহবায়ক, ক্লাব’র কোষাধ্যক্ষ ও ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহামুদুর রহমান মাসুম। অনুষ্ঠান ও খেলা পরিচালনা করেন জনপ্রিয় ধারাভাষ্যকার মো. রফিক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো বৃত্ত ১২ ফামিং/এগ্রিকালচার। চূড়ান্ত খেলায় দিনাজপুর শহর যুবলীগ একাদশ’র খেলোয়াড় সিরাজুস সালেকিন রানা ও তার পার্টনার আরিফ ২-১ সেটে বড়পুলস্থ সুইট স্টার একাদশ’র জনি ও রনি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে ট্রফির সাথে প্রাইজমানি হিসেবে ১৫ হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফির সাথে ১০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। উল্লেখ্য, চ্যাম্পিয়ন দল শহর যুবলীগ একাদশ’র খেলোয়ার ও সংগঠনের যুগ্ম আহবায়ক সিরাজুস সালেকিন রানা প্রাইজমানির টাকা হুইপ ইকবালুর রহিম এমপি’র পক্ষ থেকে শের এ বাংলা ক্লাবকে অনুদান হিসেবে প্রদান করেন।

Spread the love