মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভবনা

লিটন হোসেন আকাশ ॥ দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর গ্রামে, বাড়ি সরিষা-১৪ বাম্পার ফলন পাওয়ার সম্ভবনা দেখছে কৃষক মোঃ আব্দুল লতিফ ও মোঃ আব্দুল আলিম সরকার ।

দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় চাষী পর্যায়ে উন্নতমানের ভাল তৈল ও পেয়াজ বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্প’র দ্বিতীয় পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে গত ১০ নভেম্বর ২০১৭ বীজ,বোপন/রোপন কার্যক্রম শুরু হয়।

দীর্ঘ্য ৫ মাসের মাথায় বাম্পার ফলন পাওয়ার সম্ভবনা দেখছে কৃষক। বিষটি সত্যতা নিশ্চিত করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বলেন আমাদের পরামর্শ ও দেখাশুনা সঠিক ভাবে করায় সরিষার ফলন ভালো হয়েছে। প্রতি একর জমিতে ২০ থেকে ২৪ মণ সরিষার বাম্পার ফলন পাওয়ার আশা করা যাচ্ছে।

Spread the love