শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সাইয়েদুল হত্যা মামলার প্রধান আসামীর জবানবন্দী

চাঞ্চল্যকর স্কুলছাত্র সাইয়েদুল মুরসালিন অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামী কলেজ ছাত্র রশিদুল ইসলাম ১৬৪ ধারার জবানবন্দীতে হত্যার ঘটনা স্বীকার করেছেন। আজ শনিবার সকালে দিনাজপুর সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরীর খাস কামরায় রশিদুল ইসলাম ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দীতে বলেন, কেবিএম কলেজের এক ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু সে দরিদ্র রিক্সা চালকের পরিবারের সন্তান হওয়ায় প্রেমে ব্যর্থ হবে আশংকায় হঠাৎ ধনী হওয়ার স্বপ্নে বিভর হয়। কি করে অল্প সময়ে অনেক টাকার মালিক হওয়া যায় এ চিন্তা থেকেই সে স্থির করে মুরসালিনকে অপহরণ করে মুক্তিপন দাবী করবে। সেই পরিকল্পনার অনুযায়ী বৃহস্পতিবার ২২ মে রশিদুল মুরসালিনকে অপহরণ করে বাসায় নিয়ে আসে। সে মুরসালিনের বাবা দলিল লেখক মকসেদুল ইসলামের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫০ লক্ষ টাকার মুক্তিপন দাবী করেন। অপহরণ করার পর পরই মুরসালিনের মুখ ও নাক টেপ দিয়ে মুড়িয়ে বন্ধ করে রাখার এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বলে বিজ্ঞ বিচারকের নিকট স্বীকার করেন।
চাঞ্চল্যকর অপহরণ ও হত্যা মামলার মূল আসামী রশিদুলকে বৃহস্পতি ও শুক্রবার ২ দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের সময় রশিদুল ১৬৪ ধারায় জবানবন্দী দিতে সম্মত হওয়ায় শনিবার তাকে আদালতে আনা হয়। একই মামলায় রশিদুলের বাবা ওবায়দুর রহমান ও মা রওশন আরা সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায়ের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।

 

Spread the love