শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে সিডিএফ’র আয়োজনে ক্ষুদ্র ঋণ সহজপদ্ধতি প্রদানে আঞ্চলিক সম্মেলনে অর্থ প্রতিমন্ত্রী এম আব্দুল মান্নান এমপি

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম আব্দুল মান্নান এমপি বলেছেন, দেশে এখন দারিদ্রতার হার কমে এসেছে৷ দারিদ্রতা দেশের একমাত্র শত্রু৷ দারিদ্রতা দুর করতে সরকার সব ধরনের কাজ চালিয়ে যাচ্ছে৷ সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় পরিচালিত ব্যাংক এবং বেসরকারী সাহায্য সংস্থাগুলোকে স্বল্পসুদে ঋণ দিয়ে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সহযোগিতা করার পরামর্শ দেন৷
১৭ জুন বুধবার সকাল ১০টায় দিনাজপুর পর্যটন মোটেলের অডিটরিয়ামে ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম এর আয়োজনে আঞ্চলিক উন্নয়নে ক্ষুদ্রঋণ / ক্ষুদ্র উদ্যোগ ঋণঃ ব্যাংক-ক্ষুদ্রঋণ সংস্থার অংশীদারীত্ব বিষয়ক আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন৷
সম্মেলনে সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ-ই-মুবিন জিন্নাহ’র সভাপতিত্বে অন্যা্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজিদ, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের নির্বাহী পরিচালক মিস জিন্নাতুল বাকেয়া, টিএমএসএস’র নির্বাহী পরিচালক ও সিডিএফ’র গভর্ণিং বডির সদস্য ড. হোস েআরা বেগম, ঠাকুরগাঁও ইএসডিও’র নির্বাহী পরিচালক ডাঃ শহিদ-উদ-জ্জামান, বাংলাশে ব্যাংক ঢাকার মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিক, রংপুর অঞ্চলের জিএম খুরশিদ আলম, সোনালী ব্যাংক দিনাজপুর শাখার ডিজিএম নুরুল হুদাসহ প্রমুখ ব্যাংকার এবং এনজিও পরিচালকগণ বক্তব্য রাখেন৷ সঞ্চালনায় ছিলেন সিডিএফ গভর্ণিং বডির চেয়ারম্যান মোঃ এমরানুল হক চৌধুরী৷ উক্ত সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগে ক্ষুদ্রঋণ পরিচালনাকারী সংস্থা ও ব্যাংক সমূহের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন৷ সম্মেলনটির সহযোগিতায় ছিলেন সিডিএ, ইএসডিও, গ্রাম বিকাশ কেন্দ্র ও বিএসডিএ দিনাজপুর৷

Spread the love