শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সিডিসির উদ্যোগে নারী দিবসের আলোচনা সভা

কাশী কুমার দাস ,স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান বলেছেন নারীর ক্ষামতায়নের ক্ষেত্রে আমরা উলে­খ্যযোগ্য অগ্রগতি অর্জন করেছি। অর্থ নৈতিক কর্মকান্ডে নারীর অংশ গ্রহন বৃদ্ধি পেয়েছে। তারপরও অনেক ক্ষেত্রে নারীরা এখনও ক্ষমতাহীন, বৈষম্য ও নির্যাতনের শিকার। এঅবস্থায় নারী পুরুষ উভয়ের জাগরন আজ অত্যান্ত জরুরী হয়ে দেখা দিয়েছে। নারীর ক্ষমতায়ন ঘটিয়ে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আমরা যদি সচেতন হই তাহলে সমাজ বদলানো সম্ভব।

 

রোববার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কিষান বাজারস্থ সিডিসি কার্যালয় প্রঙ্গনে আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ উপলক্ষে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর আয়োজিত এবং সিডিডি’র সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে পিআরপিডি-ডিআই প্রকল্পের আওতায় বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।

 

শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা করেন ইউনিটি ফর এনজিও’স দিনাজপুরের সাধারন সম্পাদক মোঃ শাহদাৎ হোসেন শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, ইউনিটি ফর এনজিও’স এর যুগ্ম সম্পাদক আবুল হামিদ, হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনাল ঢাকা’র প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মুসলিম উদ্দিন। বিলকিস আরা ফয়েজ, ইউপি সদস্যা দিপ্তি রানী রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধীস্ব-সংগঠনের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, বাদল হোসেন, নুর ইসলাম, মোমেনা খাতুন, রিনা আক্তার, লিপি বেগম ও মুন্নি রানী রায় । স্বাগত বক্তব্য রাখেন সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়।

Spread the love