মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে প্রতি বছরের ন্যয় এ বছরেও ১৫ ফেব্রুয়ারি শনিবার ৩দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

“নিজস্ব সংস্কৃতি লালন করবো, চারিদিকে স্বকীয়তার সুরভি ছড়াবো” এই বছরের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৫, ১৬ ও ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা ২টি পর্বে অনুষ্ঠিত হয়, প্রথম পর্ব সকাল ৮টায় প্রাক-প্রাথমিক শাখার নার্সারী হতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এবং দ্বিাতীয় পর্ব সকাল ১১টায় মাধ্যমিক শাখার  ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে প্রাথমিক শাখার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারি পরিচালক মোঃ রাজিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য ফাদার ফ্রান্সিস মূর্মু। দ্বিতীয় পর্বে উদ্বোধন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোঃ ফারাজ উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান। সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার জেমস্ সঞ্জীব সরকার সিএসসি, সহকারী প্রধান শিক্ষক ব্রাদার জনি গ্রেগরী সিএসসি, সিস্টার সন্ধ্যা হেলেন পিউরী ফিকেশন সিআইসি, উক্ত প্রতিযোগিতার আহবায়ক মাধ্যমিক শাখার সহকারি শিক্ষক শিপ্রা দে, প্রাথমিক শাখার ইনচার্জ সিস্টার রেবেকা রোজারিও সিআইসি, সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী, সিনিয়র শিক্ষক মোঃ আনসারুল হক প্রমূখ।

Spread the love