বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সেন্ট ফ্রান্সিস্ জেভিয়ার স্কুলে ৩দিন ব্যাপী বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৮’র উদ্বোধন

মো. নুর ইসলাম ঃ ১২ মে শনিবার সকাল ৯টায় শহরের বালুবাড়ীস্থ সেন্ট ফ্রান্সিস্ জেভিয়ার স্কুলে ৩দিন ব্যাপী বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৮’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার ফিতা কেটে উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্যাদার কাজল লিনুস কস্তা সিএসসি, সেন্ট ফ্রান্সিস্ জেভিয়ার স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার বীণা রোজারিও সি.আই.সি, সহকারী প্রধান শিক্ষক সিস্টার পিরিনা দাস সি.আই.সি, বিজ্ঞান মেলার আহবায়ক সককারি শিক্ষক গোকুল চন্দ্র রায়সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। “এসো আমরা শপথ করি, বিজ্ঞানী হয়ে ডিজটিাল বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ১৭০টি প্রজেক্ট শিক্ষার্থীরা উপস্থাপন করে।

Spread the love